1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শেরপুরে পিকআপ- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর বুধবার দুপুরে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০), ফুলপুর উপজেলার সাহাপুর এলাকার আবুল কাসেমের পুত্র আলাল উদ্দিন (৩৫)।আহতরা হলেন- নিহত তায়েবার বড় বোন তোয়া (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩) ও তাদের মা উম্মে সালমা (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১ টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সিএনজির দুই যাত্রী। এসময় সিএনজি চালকসহ অন্য যাত্রীরা আহত হলে স্থানীয়রা তাদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহে নেওয়ার সময় পথিমধ্যে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost