1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে সড়কের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার-

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ কমপেস্নঙ্রে সামনে প্রধান পাকা সড়কের উপরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত্ম অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুশ’ নারীসহ অসংখ্য জনতা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। মহাদেবপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন “মহাদেবপুর দর্পণ” পরিবার এর আয়োজন করে।গত এক বছরের বেশি সময় ধরে মহাদেবপুর বকের মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান গেট হয়ে মডেল স্কুল মোড় পর্যন্ত্ম সড়কের প্রাণিসম্পদ কার্যালয় ও হাসপাতালের সামনের এই সড়কের উপর হাঁটু পানি জমা হয়ে আছে। সড়কে কয়েকটি বড় গর্ত ও খানা খন্দক সৃষ্টি হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করা সব ধরনের যানবাহন দূর্ঘটনার শিকার হয়। প্রতিদিন শতাধিক গাড়ি উল্টে যাত্রীরা পানিতে পড়ে যান। ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে কাপড় চোপর নষ্ট হয়। এনিয়ে একাধিকবার বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশিস্নষ্ট কর্তৃপÿ এই সড়কের জলাবদ্ধতা নিরসনে কোনই পদÿেপ গ্রহণ করেনি। তাই নিরম্নপায় হয়ে স্থানীয় জনতার পÿে মহাদেবপুর দর্পণ পরিবার এই মানববন্ধনের আয়োজন করে।মহাদেবপুর দর্পণের প্রকাশক, বার্তা সংস্থা এফএনএস এর মহাদেবপুর প্রতিনিধি, নারী নেত্রী কাজী রওশন জাহান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর দর্পণের সম্পাদক, দৈনিক সংবাদের মহাদেবপুর প্রতিনিধি কাজী সাঈদ টিটো, বার্তা সম্পাদক ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন, দৈনিক আজকের পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি এম, আর, রাজ, পরিবেশবিদ ও পাখি গবেষক মুনসুর সরকার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক অসিত দাস, এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী, হারম্নন অর রশিদ হারম্নন, বিশিষ্ট অটোবয়লার ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আজমেরি হোসেন প্রমুখ। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে এই সড়কের জলাবদ্ধতা নিরসনের আল্টিমেটাম দেন। অন্যথায় সড়ক ও জনপদ বিভাগের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি নেয়া হবে বলেও ঘোষণা দেন।উলেস্নখ্য, মানববন্ধন চলাকালেই সড়ক ও জনপদ বিভাগ এই সড়কের উপর বালু ও খোয়া ফেলে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost