আড়াইহাজার প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার ভোরে গোপালদী বাজার সিএনজি পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর দু’টি ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর দু’টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, দু’টি ওয়ার্কশপ কারখানা, সুনিলের আলমারী তৈরির কারখানা, মোটর মেরামতের কারখানা পুড়েছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাতাব্বর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবি আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্যদিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Leave a Reply