1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

নওগাঁর বিএনপির নেতার বিরুদ্ধে দিনেদুপুরে হামলা ও ফসলীজমির গাছপালা কেটে জমি দখল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির সহ সভাপতি ও খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় ২ বিঘা ফসলী জমির ফসল ও গাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুর ইউপির রামচন্দ্রপুর গ্রামে। এ ব্যাপারে রামচন্দ্রপুর গ্রামের মৃত শহিদ আলী প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম বাবু বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮ টার দিকে খায়রুল ইসলামের নেতৃত্বে ওয়ার্ড আ.লীগের সভাপতি রামচন্দ্রপুর গ্রামের মৃত কমর উদ্দীন প্রামাণিকের ছেলে আবুল হোসেন, তার ভাই বাবুল হোসেন ও মিজানুর রহমান, মৃত রুস্তম আলী প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ, মৃত মোকলেছার রহমানের ছেলে তোফাজ্জল হোসেন, কায়েম উদ্দীন প্রামাণিকের ছেলে আঃ খালেক ও মাহবুবুর রহমান বাবু, মৃত ওমর আলী প্রামাণিকের ছেলে নওসাদ আলী, আতাউর রহমান পুতুল, আশরাফ আলী নেপাল, মৃত রোস্তম আলীর ছেলে আঃ হাই, মৃত কমর উদ্দীন প্রামাণিকের ছেলে মজিবর রহমান, নওসাদ আলীর ছেলে মোস্তাক হোসেন, মাহবুবুর রহমান বাবুর ছেলে সুলতান মাহমুদ, বাবুল হোসেনের ছেলে তৌফিক আলম, জাহাঙ্গীর আলম বুলুর ছেলে শুভ, তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ, শামির উদ্দীনসহ আরো অন্তত ২৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র হাসুয়া, রামদ, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠিসোঠা নিয়ে তান্ডব চালিয়ে তাদের সোয়া ২ বিঘা জমিতে রোপণকৃত ফলন্ত বেগুন ও অন্যান্য ফসলের সাথে লাগানো ১২০টি ব্যানানা ম্যাংগো আমের গাছ কেটে ফেলে। এতে তাদের প্রায় ১৪ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost