শেখ সুমন বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিজয় র্যালী সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বন্দরের নাসিক ২৪ নং ওয়ার্ডের কামালউদ্দিন মোড় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ‘স্বাধীনতার ঘোষক’, দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।এসময় ১৬ ডিসেম্বর সকাল ৯টায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিজয় মিছিলে থাকার আহ্বান জানানো হয়।মালেক মেম্বারের সভাপতিত্বে এবং মো. শফিউদ্দিন শফির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাসেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সিনিয়র সহ-সভাপতি মো: জসিম, বিএনপি নেতা রুকন হাসান রনি, মো: জামাল, আলি আকবর, মো: হাসান আলি সহ ওয়ার্ড বিএনপি এবং অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply