1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

বিপিজেএফ এর কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত

বিপিজেএফ এর কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার –

সারাদেশে বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক কাজী শরিফুল ইসলাম শাকিল’কে সভাপতি এবং আমাদের সময় ও বাংলা নিউজ ২৪ ডটকমের শরীয়তপুর প্রতিনিধি মো. রোমান আকন্দ’কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এ উপলক্ষে শুক্রবার (১৩ ই ডিসেম্বর)সকালে রাজধানীর পূর্বাচলের সী শেল পার্ক এন্ড রিসোর্টের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, যুক্তরাজ্যের টেবিল টক এর উপস্থাপক,প্রবাসী সাংবাদিক হাসিনা আক্তার প্রধান অতিথি ছিলেন,জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান,রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ।সম্মানিত অতিথি ছিলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.)আবু হেনা মুস্তাফা কামাল খান।বিশেষ অতিথি ছিলেন, সহকারী এর্টনী জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট হোসনী মোবারক, পিবজা’র সহ-সভাপতি ড.দিপু সিদ্দিকী ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা,দৈনিক বাংলার নবকন্ঠের সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর এ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডা.ফারজানা ইসলাম রুপা, দৈনিক আমাদের সময়ের সহ-সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান। এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন,সহ-সভাপতি মোহাম্মদ জামাল মল্লিক (ভোরেরপাতা), হাসানুজ্জামান সুমন (একুশে নিউজ),রফিকুল ইসলাম (সমাবেশ),নজরুল ইসলাম (আমাদের সময়),মেরাজ উদ্দিন (ইন্ডিপেন্ডেন্ট টিভি),রুহুল হাসান শরীফ (আমাদের সময়), সাঈদ মোহাম্মদ আনোয়ার (বার্তাবাজার),এফ রহমান রুপক (গণমুক্তি),আমানুল হক বাবুল (মোহনা টিভি), মোহাম্মদ নাসির উদ্দিন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক এসএস রেজাউল করিম (বাংলাদেশ প্রতিদিন,রফিকুল ইসলাম (আমাদের সময়), আবুল কাশেম (নাগরিক টিভি),সোহেল রানা (আমাদের সময়),আমির হোসেন (যুগান্তর) ও সেলিম উল্যাহ (আলোকিত কক্সবাজার),কোষাধ্যক্ষ এইচএন কামরুল ইসলাম (মোহনা টিভি),সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (পরিবর্তন সংবাদ),পলাশ বড়ুয়া (আমাদের সময়),সাইদ ইব্রাহিম (দেশ টিভি),ইমতিয়াজ আহমেদ ইমন (আজকের পত্রিকা),হারুন অর রশিদ (বাংলা নিউজ),এইচ এম জুবায়ের আহমেদ (নিউ নেশন),খাইরুল ইসলাম (আমাদের সময়),আব্দুর রহমান (আনন্দ টিভি),দপ্তর সম্পাদক রেজায়ে রাব্বি রেজা (ভয়েজ বিডি),প্রচার সম্পাদক নাদিম হোসাইন (আমাদের সময়), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহিদুল আলম মিলন (ভোরের কাগজ),কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান হৃদয় (ঢাকা টাইমস),আইন সম্পাদক তাজবীর আহমেদ (আমাদের সময়), আন্তর্জাতিক সম্পাদক নুরুল হক শিপু (রানার টিভি, লন্ডন), ক্রীড়া সম্পাদক টিটুল মোল্যা (চ্যানেল এস),সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক আমীন (বাংলা টিভি),শিক্ষা সম্পাদক আজমেরী সুলতানা (প্রতিদিনের কাগজ),সমাজ কল্যাণ সম্পাদক মুসা কালিমুল্লাহ (আমাদের সময়), সাহিত্য সম্পাদক দিদারুল ইসলাম (বার্তাজগৎ),পাঠাগার সম্পাদক আলমগীর হোসেন উজ্জ্বল খান (জনকণ্ঠ), নারী সম্পাদক কনা আক্তার (একুশে নিউজ), মানবাধিকার সম্পাদক জাকিয়া হোসেন (ভোরের সময়),আইটি সম্পাদক হাসান মাহমুদ (বাংলা টিভি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রাব্বী (ঢাকা নিউজ),তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ উদ্দিন (এশিয়ান টিভি), গণযোগাযোগ সম্পাদক মাইনউদ্দিন জমাদার (কালবেলা),সহ-সম্পাদক নাজমুল ইসলাম জুয়েল, আলীম খান আকাশ (বাংলাভিশন),রুহেল আহম্মেদ (একুশে নিউজ),শোরাফ উদ্দিন (কালবেলা), নাজমুল হাসান মিরাজ (লাখোকন্ঠ), আল-আমিন (বার্তাবাজার), সদস্য সাদ্দাম হোসেন (এসএ টিভি),শামীম হাসান সিমান্ত (জিটিভি),সদস্য অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী (মুক্ত খবর),আরাফাত হোসেন চৌধুরী (দেশ বিদেশ), জুলহাজুল কবীর (ইন্ডাস্ট্রী),আসাদুজ্জামান শাওন (রুদ্রবার্তা), আনহার আলী (পরিবর্তন সংবাদ), শাখাওয়াত হোসেন সোহান (প্রতিদিনের বাংলাদেশ), মঞ্জুরুল ইসলাম (পরিবর্তন সংবাদ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost