1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

GUK Award-2024 পেলেন কণ্ঠশিল্পী জাফরিন আলম

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

GUK Award-2024 পেলেন কণ্ঠশিল্পী জাফরিন আলম

আব্দুল মুনতাকিন জুয়েল গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের ৪০ বছর পেরিয়ে ৪১ বছরে পদার্পণ উপলক্ষে ১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে জি ইউ কে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে GUK Award- প্রদান করা হয়, বিশিষ্ট সংগীত শিল্পী জাফরিন আলমকে। কণ্ঠশিল্পী জাফরিন আলম ১৯৬৯ সালের ২ ফেব্রুয়ারি গাইবান্ধার মুন্সীপাড়ায় জন্মগ্রহণ করে। পিতা- শামছুল আলম, মাতা- সেকেন্দ্রা জাহানারা আলম। স্বামী-মোকাদ্দেছুর রহমান (খাজা সুজন)। তাঁরা ৪ ভাই ৩ বোন। জাফরিন আলম ৪ কন্যার জননী।

খুব ছোটবেলায় সংগীতের হাতে খড়ি নেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শাহনেওয়াজ মন্ডল বাবলুর কাছে পরবর্তীতে ওস্তাদ উপেন্দ্রনাথ দেবের কাছে সংগীত শিক্ষা গ্রহণ করেন। ঢাকায় অবস্থানকালে ওস্তাদ আকতার সামদানী ও ওস্তাদ ইয়াছিন খানের কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন। শিল্পী জাফরিন আলম ১৯৭৭ সালে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে এবং ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের শিল্পী হিসেরে তালিকাভুক্ত হন। ঢাকায় অবস্থানকালে ঢাকা বেতারে এবং বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত আধুনিক গান পরিবেশন করেছেন। বর্তমানে এই গুণী শিল্পী বাংলাদশ বেতার রংপুর কেন্দ্রের ‘বিশেষ শ্রেণিভুক্ত’ সংগীত শিল্পী। তিনি প্রায় ৩০ বছর ধরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। আসছেন। শিল্পী জাফরিন আলম তাঁর মা মরহুমা সেকেন্দ্রা জাহানারা আলমের নামে ২০০৭ সালে গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় একটি সংগীত প্রতিষ্ঠান গড়ে তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost