
ষ্টাফ রিপোর্টার-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আড়াইহাজার পৌর জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজার সদর পৌর জাসাস কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।আড়াইহাজার পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি তাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ।প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারন সম্পাদক মাহাবুব মোল্লা ।
প্রধান অতিথী পারভীন আক্তার বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষক। তিনি রনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। আজ তার ৮৯ তম জন্মদিন।আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১০ হাজার মাইল দুরে থেকে ফ্যাসিস্ট সরকার পতনে নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি বর্তমানে দেশের কল্যানে ৩১ দফার কর্মসূচী দিয়েছেন। ইতিমধ্যেই আমরা তা নিয়ে কাজ করছি। সাধারন মানুষকে বুজাতে হবে ৩১ দফা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার পদক্ষেপ। সে লক্ষে বিএনপির নেতাকর্মীদের এক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু ।আরাফাত রহমান কোকো পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক সালাউদ্দিন মোল্লা । আড়াইহাজার পৌর জাসাস সাধারন সম্পাদক শাহ্ কামালের সঞ্চালনায় আরো উপস্হিত ছিলেন আড়াইহার পৌর জাসাস সাংগঠনিক সম্পাদক মাসুম মোল্লা ।নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দীক । আরাফাত রহমান কোকো পরিষদের আড়াইহার পৌরসভা আহবয়ক হাবিবুর রহমান হাবীব । জাসাস নেতা এনামুল হক, এসহাক মিয়া,সোহেব ফজলুল,জাকির হোসেন ,সুমন ,বেলায়েত হোসেন, আড়াইহাজার কলেজ শাখার সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী উপস্হিত ছিলেন ।
Leave a Reply