1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে, নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করায় আনন্দ মিছিল 

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে, নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করায় আনন্দ মিছিল 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি –

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্তে শিক্ষার্থীরা নওগাঁয় আনন্দ মিছিল আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নওগাঁসহ সারাদেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ খবর পাওয়ার পর নওগাঁয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর শিক্ষার্থীরা নওগাঁয় স্থাপিত অস্থায়ী কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নামের সাইনবোর্ড নামিয়ে ফেলে, সেখানে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামে নতুন সাইনবোর্ড টানায়। এরপর থেকে শিক্ষার্থী ও নওগাঁবাসী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ নামকরণ করার দাবি জানিয়ে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে একটি পত্র পাঠান।নওগাঁবাসীর দাবি ও পত্রের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি জানান, ‘আমাদের প্রথম দাবি পূর্ণ হওয়ার কারণে আমরা অনেক আনন্দিত। এখন ক্যাম্পাসে দ্রুত ক্লাস চালু করতে হবে, সেই দাবির বাস্তবায়নেও আমরা মাঠে রয়েছি। আশা করি সেই প্রত্যাশাও পূর্ণ হবে, ইনশাআল্লাহ।’বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নওগাঁবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আজ আমি সত্যিই অনেক আনন্দিত। নওগাঁবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমার উদ্যোগ সফল হয়েছে। একজন ব্যক্তির নামে এতগুলো বিশ্ববিদ্যালয়ের নামকরণের কোনো যৌক্তিকতা নেই। জেলার নামে নামকরণ যথার্থ হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost