এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ জেলা পর্যায়ে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। গত কাল সকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধানে, গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমীর আব্দুল করিম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল ধ্রæব জ্যোতির্ময় গোপ বিপিএম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট তাপস চক্রবর্তী তুষার, খেলা অনুষ্ঠিত হয় ২০ জানুয়ারি সাঘাটা বনাম সুন্দরগঞ্জ সকাল ১০টায়, সাদুল্লাপুর বনাম ফুলছড়ি বিকেল ৩টায়। ২১ জানুয়ারি সদর বনাম পলাশবাড়ী সকাল ১০টায়, গোবিন্দগঞ্জ বনাম গাইবান্ধা পৌরসভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ও ২২ জানুয়ারি একই সময়ে খেলা অনুষ্ঠিত হবে এবং ২৩ জানুয়ারি সমাপনী।
Leave a Reply