1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব

নাটোর প্রতিনিধি –

নাটোর জেলা বিএনপি’র নব ঘোষিত আহবায়ক কমিটি নব ঘোষিত যুগ্ন আহবায় ক মিজানুল হক ডিউকের বাড়িতে ও গুরুদাসপুরে সাবেক ছাত্রদল নেতা আবু সাইদের উপর হামলা করেছে দলীয় প্রতিপক্ষরা। মিজানুল হক ডিউক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অপরদিকে, আবু সাইদ নতুন কমিটির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের অনুসারী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি। তাদের অভিযোগ, নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনাগুলো ঘটেছে। এ ঘটনায় সকালে সাবেক ছাত্রদল নেতা আবু সাইদ গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সোমবার(৩রা ফেব্রুয়ারি) রাত ৮টায় গুরুদাসপুরে ও রাত ১১টায় নাটোর সদরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত ১১টার সময় শহরের কানাইখালি এলাকার বাসায় মিজানুল হক ডিউক পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ ৫/৬টি মোটরসাইকেলে কয়েকজন যুবক তার বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তার বাড়ির জানালার গ্লাস ও এসি ভেঙ্গে যায়। এসময় আশাপাশের লোকজন ছুটে এলে যুবকরা পালিয়ে যায়। অপরদিকে, ২রা ফেব্রুয়ারি জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তাঁর অনুসারী আবু সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের অনুসারী চার যুবক সোমবার রাত ৮টায় সাইদকে ধারাবারিষা উচ্চবিদ্যালয় মাঠে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আবু সাঈদ শরীরে ফোলা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন আবু সাইদ বলেন, আব্দুল আজিজের নির্দেশে তাঁর চার কর্মী আমার উপর হামলা করেন। আমার অপরাধ আমি আমার নেতা আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছি।গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার বলেন, আবু সাঈদ একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে বিএনপি নেতা আবদুল আজিজ বলেন, সাঈদকে কে মেরেছে তা আমার জানা নেই। আমার দ্বারা কারো বিরুদ্ধে এমন নির্দেশ দেয়ার প্রশ্নই আসে না। ঘটনার সময় আমি একটি ওয়াজ মাহফিলে ছিলাম। আমার প্রতিপক্ষ মিথ্যাচার করছে।আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক বলেন, বিএনপির পেছনে আমার কতটা ত্যাগ আছে তা সকলেই জানেন, জানে না শুধু নতুন নেতারা। যারা আমার বাড়িতে হামলা করেছে তাদের স্পষ্টভাবে দেখতে পাইনি তবে এটা সত্য যারা কমিটির পদ থেকে বঞ্চিত হয়েছে তারাই এ হামলা করেছে।নাটোর থানার ওসি মাহাবুর রহমান বলেন, বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনার বিষয়ে কিছু জানিনা। কোন অভিযোগ পাওয়া যায়নি।জেলা বিএনপির নতুন আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ডিউকের বাসায় হামলা কারা করেছে তা বের করা হবে। দলের কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost