বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজেনুর ইসলাম শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। তিনি ১৫০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।ধনারপাড়া গ্রামের রহিমা বেগম বলেন, “আমি অনেক বছর পর আজ একটা কম্বল পেলাম। অনেক দিন ধরে অনেকের কাছে চাইছিলাম, কিন্তু কেউ দেয়নি। আজ বিএনপির রিজু ভাই দিলেন।”কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজেনুর ইসলাম রিজু বলেন, “আমি প্রতি বছরের মতো এ বছরেও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছি। এটা আমার একান্ত ব্যক্তিগত প্রচেষ্টা, যাতে শীতের তীব্রতা থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও রক্ষা পায়।” মোহাম্মদ হেলাল খানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কঞ্চিপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রাজু মন্ডল, সদস্য সচিব সাদা মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply