গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ও কাতলামারীর সর্বস্তরের জনগণের আয়োজনে গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি ২০২৫, রোজ মঙ্গলবার আব্দুর রহিম মধু বাহিনীর পরিকল্পনা, নির্দেশে সন্ত্রাসীদের হামলায় নিহত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে সেনা সদস্য রুহুল আমিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা এবং পুলিশ সদস্য জাকির ও ব্যবসীয় রতনকে কুপিয়ে যখম করেন মধু বাহিনী সন্ত্রাসীরা সেই সমস্ত খুনি দাগি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত সেনা সদস্য রুহুল আমিনের পরিবার। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply