নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে RAB -১১ ডেভিল হান্ট এর অভিযান পরিচালনা করে একজনকে জনকে আটক করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।অভিযানে নয়ন [৩৫]কে আটক করা হয়।আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ফাউশা গ্রামের তার নিজ বাড়ির পাশ থেকে RAB-১১ এর আভিযানিক টিম তাকে আটক করে সিদ্ধীরগঞ্জ থানায় হস্হান্তর করে ।নয়ন বড় ফাউশা গ্রামের আফজালের ছেলে ।নয়ন আড়াইহাজার থানার ছাত্রলীগের সহ সভাপতি ।বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৮ং আদালত সিআর মামলানং ৩৩১ -২০২৪ / মামলার -২২৪ নং আসামী ।যার প্রধান আসামী ওবায়দুল কাদের সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানে তাকে আটক করা হয়েছে।
Leave a Reply