ফরহাদুজ্জামান নাটোর প্রতিনিধি-
আজ বেলা ৩ ঘটিকার সময় নাটোর একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জনগণের লাভের বাজার উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সুজন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ বাবু গাজী, প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম আফতাব,উপদেষ্টা ফরহাদুজ্জামান,দপ্তর সম্পাদক, মোহাম্মদ আব্দুল আল মামুন কোষাধ্যক্ষ মোঃ আসাদ,অনলাইন বিষয়ক সম্পাদক ফারাবি,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিফ,প্রচার সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমান বাবু,সমাজকল্যাণ সম্পাদক মোঃ হান্নান,সদস্য মোঃ হাবিললাইন সেক্রেটারি মোঃমতিউরসাংগঠনিক সম্পাদক মোঃমেহেদী হাসান। প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম আফতাব বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মাহে রমজন উপলক্ষে ভোগ্য পণ্যের দাম কমে সেখানে বাংলাদেশের সিন্ডিকেট করে রমজান উপলক্ষে দাম বৃদ্ধি করা হয়। আমরা চাই মাহে রমজান উপলক্ষে বাজার কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এখানে বাজার থেকে কম মূল্যে বিভিন্ন ধরনের খেজুর,ছোলা এবং গরুর মাংসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বাজারে যেখানে গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমরা মাত্র ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়া এখানে রয়েছে আযোয়া খেজুর,সহ বিভিন্ন ধরনের খেজুর যেখান থেকে সাধারণ মানুষ ন্যায্য মূলে ক্রয় করতে পারছেন। সংগঠনের সভাপতি, সুজন আহমেদ বলেন মাহে রমজান উপলক্ষে আমাদের সংগঠন থেকে জনসাধারণের জন্য ন্যায্য মূল্যে আমরা সব কিছু বিক্রি করছি, এবং সমগ্র রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সাধারণ সম্পাদক বাবু গাজী বলেন, রমজান মাস উপলক্ষে মানুষকে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস।
Leave a Reply