1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

২৮ টাকা কমে এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪১ বার পঠিত

২৮ টাকা কমে এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ

মাটির মায়া টিভি নিউজঃ

২৮ টাকা কমিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। সোমবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাম জানানো হয়। এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার দাম মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে গত মাসে ছিল ১ হাজার ৪৭৮ টাকা। হিসেবে ফেব্রুয়ারি মাসের থেকে ২৮ টাকা কমেছে এলপিজি গ্যাসের দাম। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। জানোনো হয়, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮১২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৪১৬ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩০২০ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪৩৬ টাকা। এছাড়াও ভোক্তা পর্যায়ে অটোগ্যাস মুসকসহ প্রতি লিটার ৬৬ দশমিক ৪৩ টাকা সমন্নয় করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। বাজারে সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের সিলিন্ডার পাওয়া যায়। গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্প-কারখানায়ও এলপিজি ব্যবহার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost