1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পঠিত

গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

সুবর্না আক্তার-

গাজীপুর জেলা শহরের ফুটপাত এবং জয়দেবপুর রেলক্রসিং-সংলগ্ন রেললাইন ঘেঁষে প্রতিদিন অবৈধভাবে দোকানপাট বসিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে বিভিন্ন পণ্য নিয়ে বসা ভাসমান দোকানিরা। এতে ট্রেনে কাটা পড়ার আশঙ্কার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে। এ অবস্থায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে দিতে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগেভাগেই সেসব দোকান সরিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা। কিছু সময় পর পুলিশ চলে গেলে ফের ফুটপাত দখলে নেন ব্যবসায়ীরা। রোববার (২ মার্চ) বিকেলে জেলা শহরের ফুটপাত এবং জয়দেবপুর রেলক্রসিং-সংলগ্ন রেললাইন এলাকা পরিদর্শন করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। এ সময় তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কমিশনার বলেন, ফুটপাত দখল করে ভাসমান দোকান বসানোর কারণে রমজানে মানুষের চলাচলে সমস্যা হয়। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে বার্তা পৌঁছাতে এসেছি, যেন তারা মানুষের চলাচলে সমস্যা হয় এমন স্থানে দোকান না বসায়। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত জয়দেবপুর রেলগেট-সংলগ্ন রেললাইন ঘেঁষে ও গাজীপুর শহরের মুক্তমঞ্চ এলাকা থেকে কেবির মার্কেট পর্যন্ত এবং মহিলা কলেজের মোড় থেকে জোড়পুকুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান দখল করে বিভিন্ন পণ্যদ্রব্য যেমন—ফলমূল, মাছ, তরিতরকারি ও কাপড়ের দোকানসহ নানা পণ্য ভ্যানগাড়িতে নিয়ে অবৈধভাবে ব্যবসা করে আসছে ভাসমান দোকানিরা। মাঝে মাঝে পুলিশ এসব অবৈধ হকার উচ্ছেদ করলেও এ উচ্ছেদ কখনো স্থায়ী হয় না। হকাররা ফের পণ্য নিয়ে রাস্তা, ফুটপাত দখল করে বসে পড়ে। প্রতি দিন শহরের প্রবেশপথ শিববাড়ি থেকে রাজবাড়ি পর্যন্ত প্রধান সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। এমনিতেই এ সড়কে যানজট লেগেই থাকে, হকারদের দৌরাত্ম্যে যানজট আরো তীব্র আকার ধারণ করে। গাজীপুর রেলক্রসিং দিয়ে প্রতি দিন ৩৬ জোড়া ট্রেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। ঘন ঘন রেলগেটে ব্যারিয়ার ফেলে রাস্তা বন্ধ করার কারণে ওই এলাকায় সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। এ সময় হকারদের কারণে সাধারণ মানুষের ফুটপাত দিয়ে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক হকার ঝুঁকি নিয়ে রেললাইনের ওপরে কাঁচামালের পসরা বসিয়ে ব্যবসা করে যাচ্ছে। ট্রেন চলাচলের সময় সাময়িকভাবে পণ্য সরিয়ে নিলেও পরক্ষণেই রেললাইনের ওপর আবার তারা দোকান সাজিয়ে বসে। স্থানীয়দের আরও অভিযোগ, পুলিশ বা প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর কিছু সময় ওই এলাকা ফুটপাত মুক্ত থাকলেও পুলিশের তৎপরতা কমলে ফের ফুটপাত দখল হয়ে যায়। এ অবস্থায় অবিলম্বে রেললাইন ও ফুটপাত থেকে হকার ও ভাসমান দোকানিদের উচ্ছেদ এবং তাদের অন্যত্র পুনর্বাসন করে রাস্তায় পথচারীদের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost