1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

নরসিংদী মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পঠিত

নরসিংদী মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার –

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার ৯ ই মার্চ উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মৌলভীবাজারে সহকারী উপজেলা কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মুদি দোকান,কাঁচা বাজার,মাছ বাজার ও ইফতারীর দোকানগুলোতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ। এ সময় অপরিষ্কার পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় একজন দোকানদারকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বাজার পরিচালনা কমিটি ও সকল দোকানদারদেরকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্যে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন। বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারের ব্যবসায়ীরা আলু ২০-২৫ টাকা কেজি,বেগুন কেজি ৩০-৪০ টাকা,কাঁচা মরিচ কেজি ৩০-৩৫ টাকা, শিম- ৩০-৩৫ টাকা কেজি, লেবু হালি- ৪৫ টাকা, গরুর দুধ-১২০ টাকা লিটার, খোলা ভোজ্য সয়াবিন তেল- ১৯০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল- ১৮০ টাকা লিটার দরে বিক্রি করছে। বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,বাজার কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost