
নাটোর প্রতিনিধি-
নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত এবং অপর দুই ভাই আহত হয়েছেন ।আজ সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় নাজিমুদ্দিন -৪৫ মারা যান এবং গুরুতর আহত তার দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।নিহতের ছেলের নােইম উদ্দিন ও গ্রামবাসী জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন।কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন; আজ সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন ও তার চাচাত ভাই আরিফ ও জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যায়।সেকানে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুক ও ভাইয়েরা মিলে নিজাামুদ্দিন ও তার দুই চাচাত ভাইয়ের ওপর হামলা চালাায়। এসময় এলাপাাতারি ছুরকাঘাতে নাজিমুদ্দিন আরিফ ও জাহাঙ্গীর আহত হয়। তাদের চিৎকারে গ্রামবাসী আহত তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদরর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়। অপরদিকে গুরুতরর আহত আরিফ ও জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ফারুকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়েঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
Leave a Reply