আন্তর্জাতিক ডেক্সঃ
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭৩২ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আজ শুক্রবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেনাপ্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৭৩২ জন আহত হয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় হতাহতের সংখ্যা তুলে ধরে তিনি জানান, রাজধানী নেইপিডোতে ৯৬ জন, সাগাইং অঞ্চলে ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে নেইপিডোতে ১৩২ জন এবং সাগাইং অঞ্চলে ৩০০ জন রয়েছেন। অন্যান্য এলাকায় হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা হচ্ছে বলে সেনা সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে নেইপিডোতে ১৩২ জন এবং সাগাইং অঞ্চলে ৩০০ জন রয়েছেন। অন্যান্য এলাকায় হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা হচ্ছে বলে সেনা সূত্র জানিয়েছে।আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহরের উত্তর-পশ্চিমে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে।ভূমিকম্পের কম্পন থাইল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশগুলোতেও অনুভূত হয়। থাইল্যান্ডে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওই দুর্ঘটনায় ৮১ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান চলছে। এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যাংককের একটি ভবনের ছাদে থাকা সুইমিং পুলের পানি কাঁপতে কাঁপতে বাইরে পড়ে যেতে দেখা গেছে। উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে, ফলে ভূমিকম্পের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
Leave a Reply