1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুর আইও পাড়া স্কুলের মাঠ দখলে বাধা দেওয়ায়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুর আইও পাড়া স্কুলের মাঠ দখলে বাধা দেওয়ায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

উজ্জ্বল কুমার সরকার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর মান্দায় কথিত একটি মাদ্রাসার ব্যানার টাঙিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলে বাধা দেওয়ায় সংঘবদ্ধ একটি চক্রের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মান্দা-নিয়ামতপুর সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা আইওরপাড়া স্কুলবাজারে হামলার এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে রাতেই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু (৫৫), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৫৫), ওয়ার্ড যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন (৩৫), বিএনপিকর্মী কাবিল হোসেন (৫০), বল্লেক কাগজি (৪৫) ও সোহেল সরকার (৩৬)। এদিকে বিএনপির নেতাকর্মীদের হামলার সংবাদ ছড়িয়ে পড়লে আইওরপাড়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে রাত সাড়ে ৮টার দিকে স্কুলবাজারে হামলা করে। এসময় সেলিম রেজার মুদিখানার দোকান, রমজান আলীর কম্পিউটার ও ফটোকপির দোকান, মামুনুর রশীদের পোল্ট্রি ফার্ম, মাসুদ রানার চায়ের ষ্টল, আব্দুল করিমের মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আইওরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মণ্ডল বলেন, বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৩ সালে সরকারিকরণ হয়। ১৯৭২ সালে স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর সরদার ১ একর ৮ শতক সম্পত্তি বিদ্যালয়ে দান করেন। দানকৃত সম্পত্তি খেলার মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। ওই সম্পত্তি দখল নিতে বিভিন্নভাবে পাঁয়তারা করছেন দাতা আব্দুল গফুরের ওরারিশগন। বিএনপিনেতা গোলাম সাকলাইন চারু বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যালগ্নে হাফেজিয়া মাদ্রাসার নামে ব্যানার টাঙিয়ে বিদ্যালয়ের মাঠ দখলের চেষ্টা করেন রমজান আলী ও তার সাঙ্গপাঙ্গরা। জানতে পেরে ওই ব্যানারটি সরিয়ে নেওয়ার সময় তারা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ বিএনপি ও যুবদলের ৬ নেতাকর্মী আহত হন।’ স্কুলবাজারের মুদি দোকানি সেলিম রেজা বলেন, সন্ধ্যার দিকে হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ চলে গেলে আইওরপাড়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে রাত সাড়ে ৮টার দিকে স্কুলবাজারে হামলা করে। এ সময় আমারসহ আশপাশের ৬-৭টি দোকান ভাঙচুরসহ লুটপাট চালানো হয়। হামলাকারীরা আমার দোকানোর অন্তত ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেননি। এজাহার পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost