1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

নওগাঁর মান্দা ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের জায়গা অবৈধ ভাবে দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

নওগাঁর মান্দা ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের জায়গা অবৈধ ভাবে দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাকা দোকানঘর আজ সোমবার বেলা ১১টার দিকে প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। অভিযানে বুলবুলের কফি হাউজ, জবান আলীর নতুন স্থাপনা, মাহফুজুর রহমান সুমনের হোটেলের একাংশসহ চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ‘ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ স্থাপনা বরদাস্ত করা হবে না।’উল্লেখ্য, কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই মসজিদ বাংলাদেশের ৫ টাকার নোটেও স্থান পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost