1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৯

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

আড়াইহাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৯

আড়াইহাজার প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল অনুমান ৮টার দিকে ফকিরবাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল সভাপতি জহির গ্রুপের সাথে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মামলা-মোকদ্দমা ও গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো।এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের ৩০০ থেকে ৩৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে জহির গ্রুপের আলতাজ মিয়ার ছেলে খাইরুদ্দিন (৪৫)সামসুর ছেলে মতিন (৫১) মজিবুর রহমানের ছেলে আলামিন (৩৩) মৃত পশির ছেলে কালু মিয়া (৩২) গুরুতর আহত হয়।অন্যদিকে কবির গ্রুপের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার( ৩৩) ও সেন্টু(৩৮),আলমাছ মিয়ার ছেলে হক মিয়া (৩০), সিরাজ মিয়ার ছেলে হবি উল্লাহ (৪০), ও একজন অজ্ঞাত মহিলা গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এছাড়াও উভয় পক্ষের ৮/১০ জন সামান্য আহত হয়। স্থানীয়ভাবে জানা যায় উক্ত মারামারির ঘটনায় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারামারি ঘটনা দুপুরের মধ্যে শেষ হলেও উভয়পক্ষের অনুসারীদের মধ্যে দিনভর ছিলো চরম উত্তেজনা। উভয় পক্ষের মধ্যে যেকোন সময় মারামারি সহ দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটতে পারে এমন আশংকা করছেন ঐ এলাকার সাধারণ মানুষ। আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost