1. online@matirmayatv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@matirmayatv.com : admin :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পঠিত

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

সানজিদা সুমাঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ উন্মুক্ত করা হবে। তবে, দ্বীপে রাত্রিযাপন-সংক্রান্ত সিদ্ধান্ত পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, একটি রাজনৈতিক দলের ভিন্নমত থাকা মানেই দূরত্ব সৃষ্টি নয়। গণতন্ত্রে মতবিরোধ থাকতেই পারে। যারা সনদে স্বাক্ষর করেছেন, তারা তাদের মতামতসহ নোট দিয়েছেন, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।জুলাই সনদ এবং এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আগে ভিন্নমত পোষণ করলেও এখন এনসিপি বারবার জুলাই সনদের প্রসঙ্গ তুলছে। সাধারণ মানুষের কাছে তারা নিজেদের মতো করে বার্তা দিচ্ছে। এটা তাদের রাজনৈতিক অধিকার। সরকার এ বিষয়ে কিছু বলবে না। তবে, এনসিপি চাইছে যে, সনদের বাস্তবায়ন রূপরেখা দলিলে যুক্ত হোক এবং তা সর্বসম্মতিক্রমে হোক।আইনি ভিত্তির প্রশ্নে উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরির প্রস্তাব রয়েছে। কমিশন যখন এ বিষয়ে সরকারকে সুপারিশ করবে, তখন সরকার অবস্থান নেবে। যদিও এটি সরাসরি আইন হবে না, তবে একটি ভিত্তি তৈরির রূপরেখা দেওয়া হবে।সনদে স্বাক্ষরের বিষয়ে উপদেষ্টা আরো বলেন, এনসিপি ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের প্রস্তাবনা উপস্থাপন করবে। সব পক্ষকে একটি সমঝোতায় আসতে হয়। আমরা আশাবাদী, ইতিবাচক কিছুই হবে।এনসিপির দাবির যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যৌক্তিকতা নির্ধারণ আমার বিষয় না। রাজনৈতিক দলগুলোর সম্মতিই এখানে গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিকভাবে তারা একমত হয়, আমরা সেটাকেই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করব।সরকারের পরামর্শে এনসিপি সনদে স্বাক্ষর করেনি, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা ভিত্তিহীন অভিযোগ। প্রধান উপদেষ্টা খারাপ আবহাওয়ার মধ্যেও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এমন কোনো প্রমাণ নেই, যা প্রমাণ করে যে, সরকার এনসিপিকে স্বাক্ষর না করতে বলেছে। এসব গুজব সন্দেহ সৃষ্টির জন্য ছড়ানো হয়।বিমানবন্দরে অগ্নিকাণ্ড ও সাম্প্রতিক দুর্ঘটনাগুলো নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এ লক্ষ্যেই নির্বাচন কমিশন ও সরকার প্রস্তুতি নিচ্ছে।তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। এগুলোর প্রতিটির তদন্ত হবে। এর আগেও সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত হয়েছে এবং স্বচ্ছভাবে করা হয়েছে। এবারও তা-ই হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost