ময়মনসিংহে ভাড়া বাসায় সৎ ছেলেকে হত্যা করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এনে অসুস্থতায় মারা গেছে বলে মরদেহ দাফন করার সময় বাবাসহ সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ অক্টেবর) রাতে আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহত সাব্বির আহাম্মেদ ওরফে সাফওয়ান (৮) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।নিহতের মা শিউলী আক্তারের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, মারুয়াদী গ্রামের রাকিবুল হাসান ও তার দ্বিতীয় স্ত্রী হামিদা আক্তার (৩২) রাকিবুলের প্রথম স্ত্রী শিউলী আক্তারের গর্ভজাত সন্তান সাব্বির আহাম্মেদ ওরফে সাফওয়ানকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের সেলিমের বাসায় ভাড়া থাকতেন। সেখানে তারা স্বামী রাকিবুল ও তার দ্বিতীয় স্ত্রী মিলে গতকাল রাতে ছেলে সাব্বিরকে পিটিয়ে হত্যা করে রাতেই আড়াইহাজারে মারুয়াদী গ্রামের জনৈক রুকসানা নামে এক মহিলার বাড়িতে এনে ছেলেকে অসুস্থতায় মারা গেছে বলে দাফনের চেষ্টা করে। সাব্বিরের মা শিউলী আক্তারের এমন অভিযোগে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সৎ মা হামিদা আক্তার পালিয়ে যান।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে এবং নিহতের পিতা রাকিবুল হাসান ও সৎ মা হামিদা আক্তারকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় নিয়ে আসে। অভিযুক্ত সৎ মা হামিদার বাড়ী আড়াইহাজার থানার ফতেপুর ইউনিয়নের বগাদী গ্রামে বলে জানা গেছে। এ ব্যাপারে নিহতের মা ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানায় পুলিশ।আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা ত্রিশাল থানা পুলিশের সমন্বয়ে নেওয়া হচ্ছে।
Leave a Reply